টাংগাইল লাইভ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৩, ০৯:০৩ পিএম
গোপালপুরে নূরানী স্কলারশীপ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশন শনিবার হেমনগর ইউনিয়নের নলিন ‘নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়’ মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন।
মুফতি নুরুজ্জামান কাসেমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু। ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মাহাদী হাসান শিবলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হেমনগর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, নঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মুফতি রেদওয়ানুল হক রাহমানী, মাওলানা ইসমাইল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে নূরানী স্কলারশীপ-২০২৩ এর ৮০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট, বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কলরব, মদিনা ও আবাবিল শিল্পী গোষ্ঠী গান পরিবেশন করেন।